
Happiness
Project
সেবার স্পর্শ – নৈবেদ্যম প্রমীলা বাহিনীর মানবিক উদ্যোগ


খড়দহ বলরাম হাসপাতাল-এ নৈবেদ্যম-এর প্রমীলা বাহিনী এক মানবিক পদক্ষেপের অংশ হিসেবে হাসপাতালের রোগীদের মধ্যে বিস্কুট, জল ও ফল বিতরণ করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল:
Ø রোগীদের পাশে দাঁড়ানো
Ø তাদের সুস্থতা কামনায় সামান্য হলেও খাদ্য সহায়তা প্রদান
Ø নারীদের সামাজিক সেবায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা
নৈবেদ্যম-এর প্রমীলা বাহিনী শুধুই একদল নারী নন—তারা হলেন সহানুভূতি, সেবা ও সচেতনতার প্রতীক।