
Happiness
Project
নৈব্যদ্যমের প্রথম উদ্যোগ: বীর বিবেক প্রকল্প


নৈবেদ্যমের প্রথম প্রকল্প হিসাবে "বীর বিবেক প্রকল্প" একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে সফলভাবে চলছে । এই প্রকল্পের মাধ্যমে দুঃস্থ ও প্রান্তিক শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। যাতে তাঁরা শিক্ষার মূলধারায় ফিরে আসতে পারে এবং জীবনে এগিয়ে যাওয়ার সাহস পায়।
"বীর বিবেক প্রকল্প" শুধুমাত্র শিক্ষাগত উন্নতির লক্ষ্যেই নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। আমাদের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং আপনাদের সমর্থনেই এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
নৈবেদ্যম্ প্রতিজ্ঞাবদ্ধ ভবিষ্যতেও এমন প্রকল্পের মাধ্যমে সমাজের অবহেলিত অংশের পাশে দাঁড়ানোর।