img
Happiness
Project

মাস্টার কুক প্রকল্প – নারীদের হাতে গড়া স্বপ্নের স্বাদ

img
img

নৈবেদ্যম-এর উদ্যোগে পরিচালিত "মাস্টার কুক" প্রকল্প একটি সম্পূর্ণ মহিলানির্ভর সামাজিক উদ্যোগ, যেখানে নারীরা স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছেন। এই প্রকল্পে গ্রামের ও শহরতলির মহিলারা নিজেদের হাতে বিশুদ্ধ ও ঘরোয়া পদ্ধতিতে রান্নার মসলা প্রস্তুত করছেন।

এই মসলা পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে, রান্নাঘরে। স্বাস্থ্যসম্মত, সুস্বাদু এবং পুষ্টিকর মসলার গুণে মাস্টার কুক হয়ে উঠছে প্রতিটি পরিবারের পছন্দের নাম।